একজন আইএস এর করুণ কাহিনী

মা  মা গো মা …
তোমায় বলে বোঝাতে পারবো না কি এক দারুণ যাতনার মাঝ দিয়ে পার করছি এ জীবন ।
তুমি যে আমায় এক গৃহ শিক্ষক দিয়েছিলে যাতে আমি পরীক্ষ।য় ভালো করি … তোমার ইচ্ছাটা আমার মঙ্গলের জন্য , আমার ভালোর জন্য ছিল ।
কিন্তু তুমি তো জান না ওই ইবলিশ আমাকে পড়ার ফাঁকে ফাঁকে ইসলামের বীরত্বের কথা বলত , হজরত আলীর শক্তির কথা বলত , আর আমি মোসলমান বলে আমার খুব ভালো লাগতো । মাঝে মাঝে আমি পড়া বাদ দিয়ে ওই সব ইসলামের ইতিহাস শুনতাম ।
খালেদ বিন অলিদ , ইবনে সিনা তাঁদের কথা শুনতাম আর নিজেকে তাঁদের কাতারে চিন্তা করতাম ।
মা এ যে কি নেশা তুমি বুঝবে না ।
এক সময় আমার খেলাধুলা সব ছেড়ে খালি মনে হত এ জীবনে ম