বাড়ি থেকে পালিয়ে কোটিপতি

অম্বরীশ মিত্র সঠিকভাবেই তার জীবনকে একটা অ্যাডভেঞ্চারের সাথে তুলনা করেন।
পূর্ব-ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের সাধারণ পরিবারে তার জন্ম।
পরীক্ষায় ফেল করে বাড়ি থেকে পালিয়ে দিল্লি চলে যান।
সেখানে এক বস্তির ঘরে মাটিতে শুয়ে রাত কাটাতে হতো। একই ঘরে থাকতো আরও ছয় জন।
দিনে দুটি কাজ - খবরের কাগজ বেচা আর রেস্টুরেন্টে বয়গিরি।
সেখানেই একদিন দেখলেন পত্রিকায় এক বিজ্ঞাপন। ব্যবসার নতুন আইডিয়া নিয়ে প্রতিযোগিতা।
বিজয়ী পাবে ১০,০০০ ডলার সমপরিমাণ অর্থ।
১৬-বছর বয়সী অম্বরীশ মিত্রের বুদ্ধিই বিজয়ী হলো। তার আইডিয়াটি ছিল: স্বল্প আয়ের নারীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া।
পুরস্কারের টাকা দিয়েই শুরু হলো সেই ব্যবসা।
নাম তার উইমেন ইনফোলাইন। ব্যবসা সফল হলো। একশো পঁচিশ জন কর্মচারীকে চাকরি দিলেন তিনি।



No comments:

Post a Comment