মানিকগঞ্জে বন্যার অবনতি, মহাসড়কে পানি

মানিকগঞ্জের অভ্যন্তরীণ নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের কিছু অং‌শে পানি উঠে গেছে। বালুর বস্তা দিয়ে সেখানে পানি আটকানোর চেষ্টা চলছে।
বন্যায় জেলার ৬৫টির মধ্যে ৩০টি ইউনিয়নের ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এরই মধ্যে জেলার বন্যাকবলিত এলাকার ২২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৬টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে বন্যার পানি ওঠার কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় থে‌কে জানা গেছে, জেলায় এ পর্যন্ত বন্যাকবলিত এলাকায় ত্রাণ হিসেবে ৭৫ টন চাল, নগদ সাত লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস গতকাল রোববার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এদিকে, যমুনার নদীর পানি আরিচা পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মায় পানি বেড়ে পাটুরিয়ার চারটি ফেরিঘাটে উঠে পড়েছে। এতে যানবাহন পারাপারে অসু‌বিধা হ‌চ্ছে।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. দাউস-উল-হাসান মারুফ জানান, ঢাকা-আরিচা মহাসড়কের উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের একাংশে গতকাল বিকেলে পানি উঠে যায়। বালুর বস্তা ফেলে পরিস্থিতি আপাতত মোকা‌বিলা করা হ‌চ্ছে। এখন পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়নি। তবে পানি বাড়তে থাকলে পরিস্থিতির অবনতি ঘটবে।