নিহতের পরিচয় পাওয়া গেছে
পাবনার ঈশ্বরদী উপজেলায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের পরিচয় পাওয়া গেছে। র্যাব জানিয়েছে- নিহতের নাম জহুরুল। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের জহুরুল বাহিনীর প্রধান ও ৯ মামলার আসামি। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে শুক্রবার বেলা ১১টায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পে এক প্রেসবিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন। তিনি জানান, জেলার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর গ্রামের আতিয়ার রহমানের আম-লিচু বাগানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে ৮/১০ জনের একদল অস্ত্রধারী ডাকাত -এমন তথ্যের ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে সেখানে অভিযানে চালায় র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ৩০ মিনিট গুলাগুলি চলার এক পর্যায়ে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ডাকাতকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর র্যাব সদস্যরা বিভিন্ন সূত্রে ও নিহতের পরিবারের স্বজনদের কাছ থেকে তার পরিচয় নিশ্চিত হন। তিনি আরো জানান- নিহত জহুরুল (৩২) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঙ্খরোয়া গ্রামের বরাত আলী মন্ডলের ছেলে। ঘটনার সময় ২ জন র্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানানো হয়। র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, ৩টি রামদা উদ্ধার করেছে। র্যাব আরো জানায়, ২০১২ সালে জহুরুল একবার গ্রেফতার হয়ে পাবনা জেলা কারাগারে ছিলো ২০১৫ কারাগার থেকে বের হয়ে আবার চরমপন্থীদের সংগঠিত করে পাবনা ও সিরাজগঞ্জ জেলায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতে থাকে। তার নামে সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার আতাইকুলা ও ঈশ্বরদী থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চাাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে। - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/140004#sthash.l7nFKMFv.dpuf